Sunday, June 20, 2021

The national mosque of Bangladesh

The beautiful seen of Baitul Mukarram mosque. Its also the National mosque of Bangladesh. 




 

Ruhi fish Processing


 

Wild Flower after rain

 The Wild Flowers are looking so charming after rain.



Friday, September 7, 2018

ঐতিহাসিক মহাস্থান গড় ও বগুড়া ভ্রমন


যারা একদিনে জন্য বগুড়া ও মহাস্থান গড় ঘুরে দেখতে চান তাদের জন্য এই ট্যুর প্ল্যান।
ঢাকা থেকে বা বাংলাদেশের বেশিরভাগ শহর থেকে বগুড়ায় সরাসরি গাড়ি আছে । ঢাকা থেকে বগুড়া যেতে চাইলে কল্যানপুর,গাবতলি বা মহাখালি থেকে বগুড়াগামী বাসে উঠে পরুন ।
যদি সকালে বগুড়া পৌঁছান তাহলে সোজা চলে যাবেন আকবরিয়া হোটেল এ।রিক্সা আলাকে বললেই নিয়ে যাবে। সেখানে খিচুড়ি দিয়ে নাস্তা সারবেন । তারপর যাবেন মহাস্থান গড়, সেখানে ঘোরাফেরা শেষে কটকটি খেয়ে বাসার জন্য নিয়ে শহরে ফিরে আসবেন। দুপুরে বিরিয়ানি খাবেন কোয়ালিটি হোটেল এ ( কোয়ালিটি আকবরিয়ার কাছেই ) ।ডেসার্ট হিসাবে লাঞ্চের পর হোটেল এশিয়া তে গিয়ে দই - মিষ্টি খেতে ভুলবেন না ।
তারপর সন্ধায় যাবেন কলোনিতে চুন্নু মামার চাপ খেতে। সন্ধার পর যাবেন হাড্ডি পট্টি তে গরুর দুধের চা খেতে। আমার মতে বগুড়া গিয়ে এই হাড্ডি পট্টির চা না খেলে বগুড়া যাওয়াই বৃথা । তারপর রাতের ডিনার সারবেন নায গার্ডেন এ (যদি বাজেট বেশী থাকে) না হলে আবার সেই আকবরিয়া বা কোয়ালিটি তে রাতের খাবার খেয়ে ঢাকা ব্যাক করবেন রাতের গাড়িতে ।